নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

শ্রমিকের দু-চার লাইন :শুভম চক্রবর্ত্তী




রক্ত হচ্ছে জল

ঘামে রক্ত লীন,

সত্য নিষ্ঠা হাতিয়ার

চতুরতা বিহীন।


নিত্য চলে অনটন

দুর্ভিক্ষের রেশ,

সুখের চিন্তা করার ভাবনা

চোখের জলে শেষ।


দিন সে অনেক বড়ো

যখন পেটে খরা,

আকাল যখন শ্রেষ্ঠস্থানে

সবাই দৃষ্টিহারা‌।


আবার সবাই দৃষ্টি পাবে

যদি পকেট ঝোলে,

দূরের লোক খবর নেবে

ঝগড়া ঝাটি ভুলে।


সমাজ এখন মিথ্যাখ‍্যেকো,

সহজ, সরল - পাগলাটে।

আইন কানুন বোকার পালন

শ্রেষ্ঠত্ব ওই ফাঁকটাতে।


বাবুরা বাবুই এই স্বাভাবিক

তুমি আমি মানুষ নই,

আমরা বানাই বাবুর গদি

লবাবীপনার সাক্ষী রই।


যুগান্তর সবকিছুতে

সকল জিনিস দামে পোড়ে,

আমরা পাই পূরান মজুরী

পূরান সিদ্ধ সবার উপরে।


সব স্বাভাবিক এবং সচল

পেটের কথা অন‍্য রকম,

বিষ-ই বোধহয় শেষ হাতিয়ার

জানিনা তার বাজার কেমন।


সর্বকালের চামড়া আমাদের

বাবুদের ওই জুতোরলেস,

পরিবর্তন সে মঙ্গলে হয়

আমাদের লড়াই লড়াইয়ে শেষ।।

৪টি মন্তব্য:

Unknown বলেছেন...

Darun likhechis bhai , ei rkm aro lekh pase acchi sb smy .

shubhamoy বলেছেন...

it is the hard true of this time

shubhamoy বলেছেন...

it's the hard true of this time

shubhamoy বলেছেন...

it's hard true of this time