নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

আমি ক্লাসের ফালতু ছেলে : শুভম চক্রবর্ত্তী




ছিলাম যখন ক্লাস এইট-এ,

স‍্যারের চাবুক পড়তো পিঠে।

পড়াশোনার বালাই ছাই-

হো হো টো টো ঘুরেই তাই,

কাটতো দিন হেলেদুলে

আমি ক্লাসের ফাল্তু ছেলে।


নিলাঞ্জন সেতো গুডবয়

অঙ্ক, বাংলা, ইংরেজিতে।

আমরা সবাই যাতা যাতা

ওর সঙ্গে তুলনা যোটে।

মা বোকে বলতো তখন-

'দেখো, দেখে শেখো ওর থেকে।

কিল, চড়, উঠবোস

এই সবই কি তোর ভাগ‍্যে থাকে?'

আমি বলতাম-'ভালো লাগেনা,

যাওতো এখান থেকে চলে।

নিলাঞ্জন ভালো তো কী?

যানোনা আমি ক্লাসের ফাল্তু ছেলে।



একদিন এক অঙ্ক ক্লাসে,

অংক স‍্যার বলল হেসে-

'এই যে সব ক্লাসের বাজে ছেলে

এ প্লাস বি এর স্কয়ার সূত্র বলতে পারো।'

আমি তখন চুপ

নিলাঞ্জন বলল -'এটা কি এমন বড়ো।'

আমার বেশ মনে আছে

সেদিন নিলাঞ্জন ছিল বলে,

'হুঁঃ যত সব ফাল্তু ক্লাসের ছেলে।'


এখন নিলাঞ্জন বিশাল বড়ো,

বউ নিয়ে আলাদা আছে।

মা বাবার সুখ-দুঃখ ও‌ ভালো-মন্দ

বোঝার কি তার সময় আছে।

আমি আজ ট্রেনের হকার

নুন আনতে পান্তা ফুরায়।

তবু মা আমার সাথেই

শাক ভাজা ভাত আনন্দে খায়।

কী হবে পড়াশোনায়

আমি তাই ফাল্তু ছেলে।


আমি থাকবো অট্টালিকা

বাবা মায়ের চোখের জলে,

মিধাবী ও দাদারা-

এটাকেই কি শিক্ষা বলে???

২টি মন্তব্য:

Unknown বলেছেন...

Valo hoya6a

Unknown বলেছেন...

খুব ভাল লাগল, লিখতে থাকুন