হৃদয়ের বৈঠকখানায় জমেনা মজলিস
প্রেম বড়ো বেরসিক হয়ে গেছে,
প্রনয়ের প্রস্তাব গুটি পাকায় না গোলাপের ঠোঁটে
কেননা কামুক অস্থি মজ্জায় জং ধরেছে।
ভ্রমরের সুরে ছন্দপতন ঘটছে বারবার
ডানার ঝাপটা শোনাই শুধুই শঙ্কিত আওয়াজ,
শতদলের সোহাগ রেনু অপেক্ষায় প্রহর গোনে
তার উদগ্রীব আকুতির নেই কোনো লাজ।
ক্ষুধার্ত যৌবন হাতড়ে বেড়ায় ঋণ
নতুন স্বপ্ন তার কাছে যে আলেয়া,
মনের কোনটা কালো ধোঁয়ায় আচ্ছন্ন
দাগা দিয়ে গেছে (পুরানো) আদরের নিকোটিন।।
প্রেম বড়ো বেরসিক হয়ে গেছে,
প্রনয়ের প্রস্তাব গুটি পাকায় না গোলাপের ঠোঁটে
কেননা কামুক অস্থি মজ্জায় জং ধরেছে।
ভ্রমরের সুরে ছন্দপতন ঘটছে বারবার
ডানার ঝাপটা শোনাই শুধুই শঙ্কিত আওয়াজ,
শতদলের সোহাগ রেনু অপেক্ষায় প্রহর গোনে
তার উদগ্রীব আকুতির নেই কোনো লাজ।
ক্ষুধার্ত যৌবন হাতড়ে বেড়ায় ঋণ
নতুন স্বপ্ন তার কাছে যে আলেয়া,
মনের কোনটা কালো ধোঁয়ায় আচ্ছন্ন
দাগা দিয়ে গেছে (পুরানো) আদরের নিকোটিন।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন