রাত ঘুমিয়ে আছে, তারারা ক্লান্ত ,
আর
চাঁদ মেঘের দেশে ---
আমি নির্জন রাতে একা গল্প লিখি ।
যোগ বিয়োগের প্রাপ্তি আর ভালোবাসার ।
তবে -
কলম দিয়ে নয়,
নীরবে একা আঁধার রাতে মনে মনে ।
মন তো কত গল্প লিখে চলে ;
সব কি মনে থাকে?
হিসেব চলে..........
আবার কিছু গল্প শেষ হয়েও শেষ হয়না ।
যদি আরও কিছু হতো....
আমার গল্পও শেষ হলো না,
শিরোনাম পারিনি দিতে।
ভাবছি রাত শেষ করবো বুঝি?
তখনি বুঝি নতুন গল্প শুরু।
শিরোনাম নতুন প্রভাতের আবছায়া আলোতে ।
আর,
আমার মন লিখে চলছে কত না জীবন কথা ।
তবুও _
যোগ বিয়োগ কিছুতেই হিসেবে আসেনা না ।
.
.
রাত শেষ, সকাল।
------ তবুও গল্প ফুরালো না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন