নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

বিজয়: জয়ীতা চ্যাটার্জী



উদিসীনতা, ও আমার পাথর চাপা দুখ।
বড় উচ্চাকাঙ্ক্ষী হয়েছে আজ,
এগিয়ে যাওয়ার নেশা চেপেছে,
পায়ের পাতায় ফুটছে, আজ রক্ত কাঁটা সুখ।

বড়ো  সাধ চেপেছে মনে মনে চাইছে গৃহ কোন।
যারা রঙ তুলিতে ইতিহাস আঁকে,
তাদের তো দুঃখ নেই ছিন্ন পোশাকের,
জীবন জোড়া না পাওয়া আর তাতেই উপশম।

উদাসীনতা, ও আমার বড়ো শান্তির আপন গাছের তলা।
এবার যে তোর তেষ্টা পাবে, ভেতর জুড়ে
গুলিয়ে উঠবে চাবির শোক, স্পর্শের সৌজন্যে
 পুড়ে যাবে কথা, নিঃশ্বাসে থেকে যাবে সমস্ত না বলা।

আমার বই এর পাতা হলুদ হয়েছে, তাকে বুকে নিয়ে ফিরতে  হবে দিগন্ত থেকে ও কিছু দূরে। পলাশের বন, দীঘির কোনের সামনে দিয়ে যাব, আসন ছেড়ে না ,
সেই অসংখ্য অধ্যায়দের ইচ্ছে করে ভুলে।।

কোন মন্তব্য নেই: