এইমাত্র নিজের মৃতদেহ পুড়িয়ে ফিরলাম !
পান্ডুলিপি জুড়ে বিষাদের একমুঠো ছাই !
প্রলয়ের সাঙ্কেতিক রোজনামচায় এক ঘাটে
জল খাওয়া বাঘে গরুতে উপবাস করে আমার তর্পণ করবে, কথা দিয়েছে !!
প্রবালপ্রাচীর থেকে নেমে আসা ধর্ষিতা মেয়েরা
মুক্তির আনন্দে সাবলীল সামিল হয়েছে যজ্ঞের
বেদীতে, যজ্ঞকাঠ আজকাল আগুনকে ভয় পাচ্ছে
বলে, মৃদু কিছু সমস্যা !!
অন্যরাতে পদাবলী আর রসকলি গল্পে যত কিছু
অমায়িক স্নিগ্ধ অনিয়ম, ভ্রূণ হত্যা করেছিলো নিয়মিত, প্রেতযোনী রাতে তাদের সে কী হাসাহাসি,
বৈধ নথিপত্র নিয়েই একমাঠ কুরুক্ষেত্র !!
ও মানুষ, মাটির বিকলাঙ্গ সন্তান..........
পোড়ামাটি ছেনে যেটুকু আমিষ সুখ জড়ো করেছো, আমার অনাত্মীয় শরীরের নদী ঢেউ উপত্যকা অন্ধকার নিয়ে শ্মশানের পথময় যতখানি
আদিখ্যেতা দিলে, আমি তাকে আপন ভাবি নি।
নিজের মৃতদেহ পুড়িয়ে ফিরেছি ।
এবার পোড়াবো তোমায় ।
আমি আজ দেবীপক্ষ !!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন