গজাচ্ছে পাতা আসছে কুঁড়ি
ফুটছে ফুল বসন্তে,
খসছে পাতা মরছে কুঁড়ি
ঝরছে ফুল একান্তে!
মাখছে রং সাজছে সঙ
চলছে প্রেম চুটিয়ে,
তিরিক্ষি-তিন খেলছে খেলা
খেলছে হলি লুকিয়ে!
ঢোলে-ঢাকে আসছে প্রেম
উঠছে আবেগ উথলে,
ফাগুন শেষে কাটছে ঘোর
আসছে বিরহ না বলে!
ঘুরছে পৃথিবী ঘুরছে ঋতু
ঘুরছে মানুষ খেয়ালে,
পাচ্ছে ব্যথা লিখছে গাথা
গাঁথছে স্মৃতির দেয়ালে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন