একমুখে মধু আর অন্যমুখে আর্সেনিক
নির্দ্বিধায় দু'টোই চাটছি মায়া যাদু!
টলছি বেতাল টলা মাটি আর ঘাসে
ঘাস মরে যায়, মাটিও কঁকাচ্ছে!
হাতের তালুতে খনার আঁচড়
দেখি কিনা বোবা বিস্ময়ে!
একেকটা আর্সেনিক বিস্ফোরণ
ছিন্ন ভিন্ন কথা রাখি চুপড়িতে
কথাগুলো না মরে আবার ডাকে
বিস্মরণের তুমি আবার জাগো
মধু নদী সাঁই সাঁই ছোটে
পাড়ে আমি একা হাঁদা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন