নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

অসিতাভ দাস



বসন্ত 
******



বসন্তকে নিয়ে অনেক আদিখ্যেতা করেছ কবি ।
যেকোনো দিন বসন্ত ডাকার দাবি জানিয়েছ তুমি ।
ন্যাড়া ডালে পলাশের মোহে বেঁধেছ গান, এঁকেছ ছবি ।
আবেগ ছড়িয়ে বাতাসী সুরে ডুবিয়েছে মন, ভাসিয়েছ বোধ।
গভীর ক্ষতের অশ্রুধারা তোমার আনুগত্যে হয়েছে উজ্জ্বল রবি।
তীক্ষ্ণতর দিন-রাতের ছাতে টাঙিয়েছ ভাললাগার সামিয়ানা।
সেই বসন্তের মুখোমুখি বিদ্রূপে আজ হাসে খুব অভাবী!
ছেলেটা রাজমিস্তিরি বটে, খোপায় দিয়েছিল লাল পলাশ ।
কিশোরী পার্বতী বোঝে নি এভাবেই বসন্তকাল আসে,
ভালবাসা বলে একে, বোঝে নি সর্বনাশ ।
দিন-রাত খাটে, হাড়-মাস এক হয় চটের মিলে।
একটা মেয়ে তো পেলি, আর কী চাস?
শরীর দিলে ভাত আসে, মেয়ে কোলে শূন্যে চেয়ে -
আবার আসবে বসন্ত? আবার পলাশ? 

কোন মন্তব্য নেই: