বসন্তের সন্ধ্যা
************
গৌধুলির সন্ধ্যায় যখন দেখতে পেলাম,
আকাশটা রক্ত লাল হয়ে আছে মনটা উদাস হল ,
আজ সন্ধ্যায় গাঢ় নীল আকাশ যখন কাল হতে ,
থাকবে চাঁদের স্নিগ্ধ আলোর কাছে একটু ,
হিমেল হাওয়া ধার চাইবো ------------।
তোমার সঙ্গে পথ পেরুবো বলেই বুঝি ,
শক্ত হাতে তোমার হাতে হাত ধরেছি ।
এক জীবনে হয়নি চেনা ভালোবাসার ,
গভীর জলে ডুবতে থাকে জীবনের ,
সব আনন্দ দুঃখ ব্যাথা -----------।
তোমার বুকে আঁকড়ে ধরে কবির প্রেমে ,
হৃদয় ভূমি কে নোঙ্গর করা ------------।
চোখের ভাষা হয়নি বাধা হয়তো তুমি,
বুঝেই গেছো কবির আছে চরণভূমি।
তোমার হাতে হাত টি ধরে চলবো পথে ,
ডাকছে কারা হাতছানিতে ------ধার ধারি না।
বুকের থেকে স্বপ্ন কেনা যে এই ঠিকানার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন