নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

বিশ্বজিৎ ভৌমিক





"হৃদয়ের সুর"
*************


বিরহের আঁচল জড়ানো গায়ে আজো তোমার জন্য শিহরণ জাগে---
ভেজা ভেজা হলুদ বিকেলে , হৃদয়ের শূন্যতায়, নীবিড় উচ্ছ্বাসে ।
ভালবাসা বলতে এখানো তোমাকেই বুঝি, 
প্রেমের সুখ আজো তোমাতেই খুঁজি । 

নতুন পৃথিবী গড়ার জন্য এক যুগ ধরে প্রতিক্ষায় আছি ।
ঝরে যাওয়া বকুল ফুল একটি একটি করে তুলে রেখেছি ,
তুমি মালা গাঁথবে বলে।
শূন্য বিকেলে, নদীর ঘাটে, সবুজ প্রান্তরে, অথবা নির্ঘুম রাতের জোৎস্না আলোতে,
তোমাকেই খুঁজি যথারীতি।

বিরহের মাঝে তোমাকে খুঁজে পাই, জীবনের শেষ বেলাতেও পাবে অফুরন্ত ভালবাসার স্বীকৃতি ।

হে মায়াবী পৃথিবী যদি পারো ফিরিয়ে দাও আমার স্বপ্ন সুখের আশা, 
আমার হৃদয়ের শান্তি,
আমার প্রেম,
আমার ভালোবাসা ।।

কোন মন্তব্য নেই: