★★★প্রত্যুত্তর★★★
*******
আমার থেকে অনেক দূরে, সরে ছিলিস মোহের ঘোরে,
তখন আমায় করলি রে তুই পর,
কেমন তুই ছিলিস বল্? আমারই সাথে করে ছল্,
ভেঙে দিয়ে আমার সুখের ঘর।
সব বন্ধনকে তুচ্ছ করে, করেছিলিস আপন যারে,
তার ছলনায় ভাঙলি আমার মন,
কি অপরাধ করেছিলাম? যার জন্য এ সাজা পেলাম,
তুই তো ছিলিস আমার পরম ধন।
তোর কথা আর ভাবি নারে, ঠকালি তুই এতটা মোরে,
তোর থেকে তাই ফেরানু এই নয়ন,
নিজের ভুল বুঝবি যেদিন, পাবি না আর আমায় সেদিন,
বুঝবি তুই কোনটা আসল জীবন।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন