নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সেই দিনটির মতো .... সুমিত মোদক



সকাল থেকে সেদিনের সেই তোমাকে
খুবই মনে পড়ছে আজ ;
সকাল থেকে ঝমঝম ঝমঝম বৃষ্টি হয়ে চলেছে
সেদিনটির মতো ;
আমরা তখন খাজুরাহর মন্দির প্রাঙ্গণে ;
নির্জন এক মন্দিরে তুমি আর আমি ;
দলছুট হয়ে , আধভেজা হয়ে ,
অপরিচিত হয়েও কত সহজেই পরিচয় হয়ে গেলো ;
সেদিন তুমি শুনিয়ে ছিলে খাজুরাহর লোককথা ,
হাজার বছরের ইতিহাস  ;
আমি কোনদিন ইতিহাস বুঝিনি ;
বুঝিনি নিজেকে ;
অথচ , বুঝতে চেয়েছিলাম তোমাকে ;
তোমার না বলা  কথা গুলি . 
#
তারপর কখন যে আমরাই খাজুরাহর ভাস্কর্য হয়েগেছি ...
তুমি আমার সঙ্গে এখন সব সময় ;
অথচ ,  সেদিনটির মতো নেই আমরা :
চলো , আবার দুজনে বেরিয়ে পড়ি
এই সকালবেলায় , এই শ্রাবণে , সেই খাজুরাহরয় ...

কোন মন্তব্য নেই: