সাজানো অর্কিড মাখছে আদর, অমিল মেঘেরা বুনছে বেসামাল প্রহর। ভাসানো নিরুদ্দেশের ভেলা কোথায় তোমার অচীনপুরের বাসা?আজ অনশন বসা নীলচে বিকেল আঁকছে বুকে নরম কোনো সন্ধ্যা চাদর;
ক্লান্ত তোমার কথা ভেবে! তোমার নেশায় রাত্রি জাগে, নামে অঝোর প্রেমের কাল বৈশাখী, তারা রাও স্বাক্ষী থাকে মুন্সীয়ানার মিলন দেখে; তাও প্রিয় তোমার কথা ভেবে!
তোমার যত্ন ভালোবাসা অলস ব্যস্ত সকাল খোঁজে। শিশির ভেজা হাজার প্রজাপতি ব্যস্ত রঙের দোলায় ওড়ে,
মনের সঠিক স্বপ্ন খুঁজে
বাঁচতে শেখায় প্রেমের মানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন