আমি অপেক্ষায় আছি সেই পৃথিবীর,
যেখানে স্বপ্নরা বিকশিত হবে পূর্ণতার সৌরভে।
যেখানে শিশুরা অট্টহাস্যে মুখরিত করবে তোমাকে আমাকে ।
যেখানে হবে না তারা শিকার বিকৃত যৌনতার।
ভালোবাসার পরম স্নেহাশিসে লালিত হবে সবার।
আমি অপেক্ষায় আছি সেই পৃথিবীর ---
যেখানে হিংসা বিদ্বেষ ঠাঁই পাবে কিতাবের পাতায়।
আলো যেখানে অন্ধকারে আঘাত হেনে সূচনা করবে নতুন প্রভাতের।
আমি অপেক্ষায় আছি সেই পৃথিবীর ---
যেখানে বিশ্বাস পূজিত হবে পরম মানবগুন রূপে -
সততা আর ন্যায় পরাজিত হবে না অর্থের দাপটে।
অধিকার যেখানে দয়া নয় সমতার আধার।
ভালোবাসা যেখানে স্বার্থে নয় হৃদয়ে জাগরিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন