একঘেয়েমি যাপন শেষ করে
রাত ভোর হয় নতুন অভ্যাসে,
ক্যালেন্ডার বদলায় না সময়ে
বছর পুরোনো দেবতার দোঁহাই,
অথচ নিত্য প্রতিমার বিসর্জন!
প্রতিকৃতিই পূর্ণ সহায়।
নিয়ম বানায় নিয়ম ভেঙে
নিয়ম মানি সমাজ নামেই।
প্রমাণ লোপাট যুগ পেরিয়েও
চোখ সয়ে যায়, চোখ সরিয়ে
মাত্রা মানলে মাত্রাতিরিক্ত
মাত্রা ছাড়ায়, অনাশক্ত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন