নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

তোমার অপেক্ষায়: সাব্বির সেখ




একদিন আমিও হেঁটেছিলাম কালবৈশাখীর ঝড়ে,
বিবর্ন আকাশে কয়েক ফোঁটা বৃষ্টির অপেক্ষায়।
একদিন আমিও হেঁটেছিলাম তপ্ত ধু ধু মরু প্রান্তরে।
নীল দিগন্তে শীতল মরুদ্যানের প্রতীক্ষায়,
তারপর..


তুমি এসেছিলে বিদগ্ধ হৃদয়ে বৃষ্টির বারিধারা হয়ে,
জীবনের গোধূলিবেলায় শীতল মরুদ্যান হয়ে,
ধ্রুবতারাও হিংসে করে জ্বলেছিল তখন,
তোমার ভালোবাসায় তৃপ্ত হয়েছিল তৃষিত এই মন।

তারপর ভেসেছিলাম আমি সুখের সুনামিতে,
আবেগের ভেলায় পাড়ি দিয়ে অজানা এক দেশে.
আজও আছো তুমি, ঠিক আমার পাশে,
তবে তোমার আমার মাঝে শত বিরহের সুর বাজে.

কোন মন্তব্য নেই: