নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মিলাপ :-তাপসী লাহা





আহা মন , রোদ ছায়ার এই নিত্য খেলায় অংশ নাও যখন মেঘের গুড়্গুড় তখনও ভোরের প্রথম আলোর মত কিছু সত্য।

জানালার শিক কেটে মন ভালোরা তাও ঢুকে পড়বে  ঘরের মেঝেয় আর পাখিদের সম্মিলিত কোরাস কলরবে বুঁদ হয়ে কাঠবেড়ালি হাওয়ারা বলবে ও লো, সই, আয় রে আয় , এই আমাদের কিচিরমিচির এতেই আছে তোর অসুখের দাওয়াই।

কান পাশে একটু আলতু ঠোটমগ্নতা,
আর অবাক মন্ত্রের পিহুকণায় তুই আবার সেই  তেপান্তরে হারিয়ে যাওয়া রাজকন্যার হইচইরবে প্রত্যাবর্তন।

  যে  পথ তোর ফেরা চিনে নেবে,দুধারে সারি সারি গাছ,নাম জানা, নাম না জানা ওদের বিভঙ্গে শুধু হর্ষ,রুপ আর মোক্ষ।

আর সব জীব, জড় আর আনন্দের কোলাজে কাহার্বা বেজে ওঠবে তোর বাহারি ঘাঘরার আন্দোলিত ছন্দে। ফুলে ফলে সুগন্ধের মাতাল করা এমন প্রজাপতির মতন ক্লেদহীন আকাশে  সুর ঘনাবে চিরমলনের।

কোন মন্তব্য নেই: