রাতের দেয়ালে ঠেস দিয়ে এখনও দাঁড়িয়ে আছে
বুক ভেঙে বেড়িয়ে আসা কতগুলো রক্তাক্ত আর্তনাদ।
এক অনাবৃত ক্ষত বিক্ষত বৃন্তচ্যুত অপরূপ
দেহের স্থায়ী বাসিন্দা ছিলো ওরা।
.
দেহটা ছিলো বিনম্র লাজুক মাধবীলতা
তার স্বপ্ন ছিলো ঝর্ণার মতো উচ্ছল মনটা ছিলো
বাতাসের মতো দূরন্ত।
ছিলো মহাপ্রাচীরের মতো কুমারিত্ব এভারেস্টসম
উচ্চতায় অনন্ত যৌবনের অহংকার।
নিঃস্বার্থ বাঁচা বাঁচানোর স্বপ্নে বিভোর
আগামীর সম্ভাবনাময়ী রাজকন্যা।
.
আজ-ও স্বপ্ন অবরুদ্ধ এক কফিনবদ্ধ লাশ
যার কুমারিত্ব বিবস্ত্র যৌবন ভূ-লুন্ঠিত
প্রতিবাদী ঠোঁটে হিংস্রতার অগনিত দাগ।
দেহটা দুর্বিনীত ঘাতকের পাশবিকতায় ক্ষত বিক্ষত
এক বিক্ষিপ্ত বিরাণভূমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন