নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

আতপ-প্রেম :দেবাশ্রিতা চৌধুরী







থার্মোমিটারের ফারেনহাইটের মাত্রা
 সাথে পাল্লা দিয়ে বাড়ে প্রেম।
উত্তর মেরুপ্রান্তে হাতে হাত রেখে
উষ্ণ চুম্বনেও শীতলতার হিম চাদর।

মরুপ্রান্তরে তীব্র উষ্ণতায় মরুদ্যানের
খোঁজে অসীম হাহাকার, জলীয়
ফলের আকুল আহ্বান খরখরে
জিহ্বাগ্ৰে কাতর পিপাসা 
আমাদের কর্কটক্রান্তি রেখার এপারে
শরীরে শরীরে উষ্ণতা অন্বেষণ।

একটুকরো উষ্ণতার জন্য উন্মুখ
তুমি আমি আর আমাদের মতো 
লিভিং অর্গানিজম।হে শীতলতা
তুমি থাকো ডাল লেকের বরফপিন্ডে,
উষ্ণতা আমাদের শরীরে মননে উজাড়
করে ঢেলে যায় ভালোবাসা আর ভালো লাগা...


কোন মন্তব্য নেই: