নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মৃত্যুহীন পিকাসো :জয়দীপ সেন







সাধু প্রস্তাব, রাজি হয়ে যাও পিকাসো
বিষয় যখন নির্লিপ্ততা
সাবধানে ঘরে চাবি দিয়ে চলে এসো বৃষ্টির ভিতর
বহু কাঙ্খিত না ভিজলে মানবো কেন তোমার শ্রম?
আহা নেমে এলে বৃষ্টিতে, তুমি বলছ বৃষ্টি নয়
দুঃখ ফোঁটা ধারালো, কেটে ছিঁড়ে নেবে ব্যবধান
তাই সই 
রটনা হোক, আমার পছন্দ কোথাও রেখো আপাদমস্তক ভদ্র কিন্তু গোপনে বেড়াল
রেখো ছবিতে, আচ্ছা আচ্ছা এই নাও দুধ একবাটি
মাছ নাও কামড়ে 

জানা যায় না তোমার ছবি ইতস্তত কতবার
উনি প্রতিবেশী, ঘুমের ব্যাঘাত হয়
স্টুডিওর আলো চক্রী
উনি সদ্য উৎসুক পুরুষ
কি উপলক্ষ কি দেহস্রোত ইত্যাদি খবর নিয়েছেন
ভালো ক'রে বাড়িওলা
যা দিনকাল
উনি এসব জানেন না, উনি ঘুমতে চান
ঘুমে চিরকাল দেখতে পান
চোর--কাঁদছে 
এক থালা ভাতে কান্নার জল...আর বেড়াল ব'সে
ওকে বন্ধু করো, জড়িয়ে ধরে বলো নীলরং তুমি কেন এত খুলে দিয়েছ

আমার গুলিয়ে দেয়া স্বভাব
তুমি নিশ্চিন্তে তুমি অবিরত তুমি একা
পিকাসো
ছবি শেষ করো
বিষয় যখন নির্লিপ্ততা।

কোন মন্তব্য নেই: