নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

বৈশাখী চ্যাটার্জি







সর্বনাশ 



এক অদ্ভুত ভালোলাগা ছুঁয়ে গিয়েছিল । 
তোমার নিস্তব্ধ অবয়ব জুড়ে ভেসে বেড়াতাম আমি , একটা সাদা মেঘের মতন। 
কতবার তোমায় বৃষ্টি ভিজিয়ে গেছি । 
তার থেকেও বেশি ভিজেছি নিজে । 
কি স্বছন্দে তুমি অস্বীকার করে গেছো ওই বৃষ্টির জল । 
কি স্বছন্দে তুমি জানাতে পেরেছ আরো কতো মেঘ আসে -ভেসে বেড়ায় তোমাকে ঘিরে । 
কিছু কষ্ট কথা নষ্ট ঘরে ভাসে , 
কিছু ভালোবাসা ফিরে যায় ফিরে ফিরে আসে । 
তুমি আমার তেমনটি এক সুখ । 
ভাঙ্গা আয়নার প্রতিফলনের বিরাট অসুখ। 
আজ বলছি ভালোবাসি । 
তোমায় ছুঁয়ে হাসি । আমার বৃষ্টি গুলো তোমায় ঘিরে ঝরে।  
ভাঙ্গা আমার ঘর 
কালো তোমার ঠোঁট 
মন সর্বনাশে পোড়ে । 
পোড়া বাতাস ওড়ে । 

কোন মন্তব্য নেই: