নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

স্বরূপা রায়








এই রাত
*******




রাত এখন বেড়ে চলেছে,
নিঁঝুম হলো এই পৃথিবী।
ঘুমিয়ে পড়েছে সবকিছু,
শুধু জেগে আছি আমি।
মাঝে মাঝে স্তব্ধতা ভাঙছে,
ঝিঁঝিঁ পোকার ডাকে।
পূর্ণিমার চাঁদ উঁকি মারছে,
গাছের ডালের ফাঁকে।
চারিদিকে চলছে এখন,
আলো আঁধারের খেলা।
আকাশ জুড়ে বসেছে,
অজস্র তারার মেলা।
অন্ধকারে ফুটে উঠেছে,
হাজার জোনাকির আলো।
রাতের এরূপ দেখলে,
কে বলবে রাত হয় কালো!


কোন মন্তব্য নেই: