নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মৌসুমী রায়




নদী ও ক্ষ্যাপা
************




ওই যে ক্ষ্যাপাটা উদলা গায়ে
নদীকে ছুঁলো নদীতে শরীর ডোবালো
নদী ভুলে গেলো নিজের গতিপথ।
আজ রমণের দাগ তার কাছে ধারালো।

নদীর শরীরের নোনাস্বাদ বাড়ছে
বাতাসের পাতায় জলের কালি দিয়ে লেখে
তার শাড়ির ভাঁজে ভাঁজে গোপন কবিতা
ক্ষ্যাপার মুখ নির্লিপ্ত প্রেমহীন দেখে।

নদী পালাচ্ছে দূরে কোথাও হারাচ্ছে
কতটা পালালে আবার মিলন হবে জানেনা
নিষ্কাম নগ্নতায় জড়িয়ে শুয়ে থাকবে শুধু
ক্ষ্যাপা বিনে মিলন পূর্ণতা পাবেনা।


কোন মন্তব্য নেই: