নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

এম এ রোকন




বরং নিষ্ঠুর হও!
***************




.
এ কেমন উদারতা দিলে,
কেন বললে, তুমি পাগল হতে চাও-?
এ কেমন স্পর্ধা এনে দিলে যৌবনে,
কেন ভ'রে দিলে ঠোঁট মাদকতায় -?
কেন প্রস্রবণ ঝিরি আলো পেরিয়ে
আঁধার দেয়ালে মাথা ঠু'কে-?
.
এমন উদারতা আমি চাইনি শ্বেতা!
শুধু চেয়েছি
আঁধার আলোয় পাশে থেক,
মনের দেয়ালে মাথা রেখ
ঠোঁটের স্পর্শে বাঁচিয়ে রেখ
নির্ভরতার কাঁধে উত্তরিও বেঁধে দিও
প্রেমের।
.
এর চেয়ে বেশি চাইনি।
জানোই তো বড্ড পাগল আমি
করি প্রেম প্রেম পাগলামি,
তবে কেন, কি দোষে বললে -?
ভূ'লে যেও,
মুছে দিও স্মৃতি অতীতের।
কতটা অবুঝ চাওয়া-?
.
শ্বেতা স্মৃতি একটি অ'গলিত অতীত।
স্মৃতি চিত্রায়িত হয় সময়ে সময়ে
স্মৃতি বেঁচে থাকে অনন্তকাল,
বহমান সময়ের হাতে স্মৃতি সাহসী
সৈনিক।
তুমি তোমাকে ভুলতে পারো-
স্মৃতি তোমাকে ভুলতে চায় না।
তোমার উদারতার কোলে আজ ঝুলছে
দু'টি লাশ!
তুমি, আমি।
তারা বাঁচতে চায়,
প্রাণখুলে হাসতে চায়
ওরা একসাথে বাঁচতে চায়-?
.
শ্বেতা তুমি বরং নিষ্ঠুর হও!
আঘাতে আঘাতে মেরে ফেল ওদের
বেঁচে থেকে কি লাভ!
যদি উদারতা দুরুত্ব বাড়ায়
যদি ঠেলে দেয় মৃত্যুপুরীর ভাগ্যমঞ্চে
যদি খুন হয়,
রক্তাক্ত হয় মনের দেয়াল
যদি বাঁচতে হয়; অপরাধী হয়ে যুগযুগ।
বরং তুমি নিষ্ঠুর হও-
নিষ্ঠুর শিকলে শৃংখলিত করো দু'টি
প্রাণ,
যারা বাঁচবে বলে এসেছিল
যারা ভালোবেসে বেঁচেছিল।

কোন মন্তব্য নেই: