শীত নামুক
*********
বেশ শীত নেমেছে তোমার শরীর জুড়ে
বেশ তো আরো একটু শীত না হয় জড়িয়ে ধরুক তোমার ফাটা ঠোঁট দুটিতে।
পিঠের শিড়দাঁড়ার ভিতর কেঁপে উঠুক না হয় আর ও একটু জোরে।
বেশ শীত নেমেছে তোমার বুকের উপর;
নামুক না হয় আর একটু বেগে
প্রশস্ত ওই বুকের উপত্যকা ডুবে যাক বরফে।
তুমি ভাবছো হয়তো আমি ভুল বকছি,
তবু আমি চাইবো তোমার চোখে উঠুক তুষার ঝড়,
সেই তুষারে চাপা পড়ুক আমার চোখ ,মুখ, হাত, পা
হিম হয়ে যাক উষ্ণতা, তবু ঠোঁট চেপে থাক ঠোঁটে,
হাত ধরে থাক হাত , মুখ গুঁজে থাক বরফের উপত্যকায়,
তবু আমি চাইবো শীত নামুক তোমার শরীর বেয়ে
আরো বেশী শীত ঝরুক তোমার কপাল চুঁইয়ে শক্ত দুটি কপোলের পরে,
আরো একটু শীত নামুক...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন