স্বস্তিকা তুই
দুগ্গাঠাকুরের বিজয় নবমী, রবিঠাকুরের গান।
কুহেলী তুই
আতসবাজী নখের ভিতর শাপমোচনের বোধন আঁকা নির্ভয়া রোদ, হরিণী চাদরের উত্তালে রাখা-
শ্রাবস্তী তুই
যবন খেয়াঘাটে আহত পাজামা'র ভৈরবী ক্ষত,উলঙ্গ বেতার বার্তা-
মোহনা তুই যক্ষ্মা বাজারে নিয়মিত দরদাম,
ঠিকানা-লিখিত মেহেদী-কাফন বিজিত শিথিল।
সুপ্রিয়া তুই
সনাতণ চাঁদে খয়েরী বনবাসী।
হেমলতা তুই
কুয়াশা পাথরে বন্যদুপুরে দামাল পিপাসার মলিন আতর।
অবন্তী তুই
শ্রমিক ছাতার ঘামে ঝড় তোলা ক্ষুধার্ত মেঘের পরাধীন খুশী।
শোভনা তুই
কাঁটাবেড়ার ঝিঁ ঝিঁ সীমান্তে পদাতিকসেনার মুমূর্ষু ঝিলিক।
জাহানারা তুই
ছাতিম সুবাসে তরুণ বিপ্লবীর নিশান অধরে
টগবগে ঠোঁটের মুক্তকেশী তরতাজা ভাষন।
মল্লিকা তুই
দোয়াত শরীর আর শ্রাবণ ঝড়েতে মেঠো তর্পন।
রোকেয়া তুই
মেলার পুতুলে শৈশব মন,নাগরদোলার মত্ত ধূলিকণা।
তিয়াসা তুই
চিল উড়ে যাওয়া দূর ঝিলমের বুক
পৌষালী তুই আব্বাজানের জীবন বন্দী জারজ নমাজ দাফন কফিন।
ভ্রমণা তুই
বিছানা আগলানো কুমারী গাঁয়ের নীলাভ সায়ার দহন।
সুমিতা তুই
ভাইয়ের হাঁটুতে ধর্মান্ধ খাতায় জলছবি রঙ।
শীর্ষা তুই শত্রুর পায়ে জলের মতন ঘুমঘুমে এক তেরঙ্গা বাতাস।
অতসী তুই
ছোটবৌদির চিবুক জোয়ারে উথালপাতাল তিল,
বোধনে বোধনে জংলী উদ্দাম।
সাগরিকা তুই
নালিশ দেহের বেদুইন স্বর,
ঝর্ণার অমন তুলতুলে কোলে
জোছনার ভেলা।
সমাপ্তি তুই
রাজকাহিনী, যুগলমিলন ,
বেহায়া কলমের সমকামী শব মাথা,
পরজন্মে তোরাই প্রেমিকা,তোরাই আমার মাতা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন