মনেই ফাগুন থাকে,সে যে রঙের নেশায় ডাকে।
দখিন হাওয়া নানান ছলে, তোমারই নাম যায় যে বলে।
দূরের বাঁশি বেজে ওঠে কোন সে মেঠো সুরে।
তুমিই তখন খেলা করো আমার এ মন জুড়ে।
দখিন হাওয়া নানান ছলে, তোমারই নাম যায় যে বলে।
দূরের বাঁশি বেজে ওঠে কোন সে মেঠো সুরে।
তুমিই তখন খেলা করো আমার এ মন জুড়ে।
মনে আগুন জ্বালিয়ে দিলো শিমুল পলাশ এসে।
প্রেমের কথা বলতে ভ্রমর ফুলের পরে বসে।
প্রেমের কথা বলতে ভ্রমর ফুলের পরে বসে।
কোকিল তখন কুহুতানে গাইতে থাকে গান।
নদী তখন কুলকুলিয়ে তোলে মধুর তান।
সবাই মিলে ছন্দে-তালে, সুর মিলিয়ে গানে গানে।
তোমার কথাই আমায় বলে, নানান মধুর মধুর ছলে।।
নদী তখন কুলকুলিয়ে তোলে মধুর তান।
সবাই মিলে ছন্দে-তালে, সুর মিলিয়ে গানে গানে।
তোমার কথাই আমায় বলে, নানান মধুর মধুর ছলে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন