একটি স্বপ্ন
********
আলোক প্রিয়াসী মন আমার, তোমারই আলোক
ছোঁয়াতে হয়েছে আলোকিত মোর দেহ-প্রান। এ আলো তুমি জ্বালিয়ে রেখো
সর্বক্ষন মোর প্রানেরও দিকে। পরশকাতর এ দেহ আমার,
যে স্পন্দিত হয়েছে প্রথমবার তোমারই আলতো
পরশে। এ দেহের অপেক্ষা এখন পেতে সে পরশ চিরতরে
সর্বক্ষন। স্বপ্ন সাজানো আঁখি আমার,
যে স্বপ্ন সাজিয়ে দিয়েছো তুমি প্রথম।
চাইছি তুমি একদিন এ আঁখিতে আঁখি মিলিয়ে, করোগো সে
স্বপ্ন সত্যি আমার,যারে কিনা সবাই শুভদৃষ্টি কয়। এ
নয়ন এখন সেই স্বপ্নই দেখে শুধু বারে বার। কিগো
পারবে তো সে স্বপ্ন সত্যি করতে আমার? এই
প্রশ্নই তোমার কাছে রাখি শতবার।
তুমিও সাজিয়ে নাওনা প্রিয়ো এ স্বপ্নকে আঁখিতে তোমার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন