নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

তপময় চক্রবর্তী


উত্তরের খোঁজে

**************



আর ও আজ একটা ট্রেন মিস...
পেশীর পাহাড়ে ল্যাকটিক অ্যাসিড ভারে,
ঘনীভূত মৃদু ঘর্ম উষ্ণতার বিষ,
চোখে দেখা ফেলা লাল আলোয় ধারে,
জোর করে কবিতার চেষ্টায় জেরে
মনে জাগা দুঃখের এ এক অন্য পাড়ে,
সহানুভূতি আর কপ্রোমিসে চলা মোড়ে
লক্ষী লাভে এ হেনো জীবন মারে।
ভাবতে থাকা ইচ্ছা আর বিপুল জন স্রোত
বানিয়ে দিতে পারে অ্যাসিড ক্ষারের মিত্রতা
চলতে পারে এ রাজ্য থেকে অন্য রাজ্যে
জাগিয়ে দিতে পারে মৌলিক ইচ্ছা আবেগ,
হঠাৎ ঝাপ্টে একলা আকাশ, শূন্য রাশি বাঁশি
ভিজিয়ে দিয়ে যায় বিপুল স্রোতের ইচ্ছা ভাবনা,
না বলা রয়ে যায় ঘুরিয়ে বলা একছড়া রাশি,
মেলে দেওয়া নিজের টাকায় ফিনফিনে নিংড়ানো শাড়ী,
পড়ে থাকা না পড়া অনেক গল্পের বই,
বাঁচিয়ে রাখা মরা নারকেল গাছের সারী।
না পাওয়া রেল, অন্ত্র তন্ত্রের অ্যাসিড রসে
আর স্মার্ট চালভাষে ,না খাওয়া চপের গন্ধে,
সঙ্গে থাকা বোতল বন্দি  ক্লোরিন অল্প জলে
স্পর্শরত বৃদ্ধ আঙুলে চাপতে থাকা সমূহের রাশী,
খুঁজে পেতে  ভাবনাকে  ডুব দেওয়া থেলামাসে।
উত্তরের খুঁজে ফেরা হতাশ অর্ধেক !
বলতে থাকা না বোঝা ভালো মন্দের মই।
আর নিজেও নিজের তিক্ত রাশি বাসী
প্রতিটি ক্ষনে দিচ্ছি কঠিন ফাঁসি।।

কোন মন্তব্য নেই: