স্বাধীনতা
**********
স্বাধীনতা তোমারে খুঁজিফিরি হেথাসেথা শীত বর্ষা কি ধরনে
তোমার রূপটি কেমন ধারা দেখি নাই আমার বিয়াল্লিশটি শ্রাবনে
স্বাধীনতা গর্ভে নষ্ট করে দেওয়া কন্যা ভ্রুন
এটাই কি তোমার রূপ
বই ভর্তি ব্যাগের বোঝায় শৈশব হারানো তোমার কি স্বরূপ
স্বাধীনতা পরিচয় কি তোমার সিন্ডিকেটের বন্দুকের নলে
তুমি লুকিয়ে কি চোখরাঙ্গানো হপ্তাবাজের দলে
স্বাধীনতা তুমি কি সত্য কথায় দাও চকমা দেশদ্রোহী বলে
তোমাকে কি পাবো নির্যাচিতা বধুর শ্বশুরবাড়ী গেলে
স্বাধীনতা তুমি কি নীচু জাতের ছেলেটাকে মন্দিরে ঢোকার অপরাধে পিটিয়ে মেরেছিলে
তোমাকে দেখতে পাবো কি যে শিশুটি স্কুলে না গিয়ে খাটছে দোকানে তার কাছে গেলে
স্বাধীনতা কি আছো ধর্মের নামে দাঙ্গাবাজের দলে
না তোমার স্বরূপ কি পনেরই আগষ্টের শুধু ধকাস মার্কা পতকা উত্তলোনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন