১টি বিপরীতমুখি শ্লোগান ~ ওরফ্ যৌনকল্পকথা
------------------------------ ------------------------------ ---------
[১]
চিড়িতনের গোলাম_____________
বাধ্য হচ্ছি ~ সময়ের সমীকরণ পুড়িয়ে ফেলতে
এই মুহূর্ত : অস্তিত্বহীন বোবা ক্যালেন্ডার।শিরায় ছুঁচ
তোমার মূল্যবোধ ≠ আমার ব্যর্থতা
বেশ্যাপনার অহংকার ≠ [ঘাত ~ প্রতিঘাত]
আলগাহাতের স্পর্শক তাপে : চাঁদ-হিজলের ছাই
প্রশ্ন চলছে ~ চলবেই।যোনী~বাঁধন~লিঙ্গ~প্রবেশ
ঠোঁটের নিঃশ্বাসে : আদিম মাস্টারবেটের গুহাছবি
[২]
রুহিতনের বাদশা_________
২দন্ড অমেরুদণ্ডী হয়ে বসলেই ~ ঘিলুতে ক্ষরন
ভুলে যাচ্ছি : রাতের আড়ালে মেহফিলের সিরিঞ্জ
চাকা ঘুরছে : রাতমাখানো ঠো্ঁট।ঠোঁটের কাটাকুটি
আদমশুমারি ~ কোনো অশ্লীল ভয় ছাড়াই নিখোঁজ
বেলুনের ভিতর ~ স্পর্শক পৃথিবী ভেসে চলে
কোনো ঈশান কোনের : গবেষক সংকেতময়তা
তীরবিদ্ধ গন্ধক ফুসফুস : নৌকার ~ গায়ে।পিঠে
[৩] হরতনের বিবি___________
যতোটা গোপন আদ্যক্ষরের সাথে পরিচয়
ততোটাই ক্রুশঘড়ির কাঁটায় ~ বিলম্বিত কার্পেট
রঙীন।রঙীন।অযথা।অপ্রকাশিত : ক্রিমরঙা বাতাস
অজস্র চৌকাঠ : মাতনের শুদ্ধাকৃতি বিয়োগ্
এসো ~ সময়ের সমাধান মিলিয়ে নিয়ে তাঁবু গাড়ি
পায়রার কণিষ্ক বোঁটা [ঝড়] : লাগামহীন সুতো ছাড়া
যতোটুকু গেরুয়া লালার ব-দ্বীপ উপনিবেশ
[৪] ইস্কাবনের টেক্কা___________
ফাঁকতালে উড়িয়ে দিই গোপন আদ্যক্ষর
তুমি /আমি~দুজনেই এখন '্য' - সম্পর্কিত উপহার
আয়নার শব্দগুলো : টুপটুপানিয়া নিঃশ্বাস
কপিকলে যমজ যতিচিহ্ন ~ পাপড়িমূলক বর্ণনায়
প্রজাপতির সেল্ফিকথা ~ মুঠোমুঠো কাগজের ঘাস
নষ্ট হলেও ~ হওয়া কি আদৌ যায়?
চন্দন হাওয়ায় দরজা ওড়ে : আঁচলের উৎসবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন