*************
আমার বাঁশির সুরে ঢেউ জাগেনি,
হৃদয়স্ত শোনিত নদী পিপাসার ।
কাল-মেঘেরা বৃষ্টিকে আদর জানাই
আমি তিরস্কারে বিদ্ধ পাখিকে খুন করি।
তোমরা রোজ খেলো নিজেদের টানে।
আমার খেলাঘর স্বপ্নিল জগতে ।
চরাচর ব্যাপি মায়াজালে বিদ্ধ অনাবিল,
নতুন প্রাণে পাপ আদিম থেকে বর্তমান ।
ভাঙা ঘরে যেখানে ভুতেরাও ব্যর্থ!
বিষাক্ত সেখানেই,ভয়হীন আমি অব্যর্থ ।
হাতছানির বান্দাযুগল সময়েরই সৃষ্টি
আমি কামুক,ঠিক ওরাই দূরদৃষ্টি ।
রূপের পরশে সব কিছু মায়াজাল
রক্ষকই অলক্ষ্যে সাঁতারু জঞ্জাল।
তোমরা গিলে পান করো ,প্রেমসুধা
আজও পারিনি উদরস্ত করতে সততা!
আমার আয়নায় সব মিথ্যে ছবি ধরা
খেলাচ্ছলে তাই ভাঙছে রোজ আনমনা ।
কে অপরাধী?কে বা বিচার প্রার্থী?
আমি আজন্ম পাপী,আমি বিনাশী!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন