অয়নিকা ও বুদ্ধপূর্ণিমা
*********************
বৈশাখের কিছু পরে জ্যৈষ্ঠের সেই রাতে
দূরবর্তী কোন সানাই'এর সুর,
যেন তিমিরনাশিনী এক জ্যোতি।
উৎসুখ সুখী মানবের আনাগোনা
বিক্ষুব্ধ যেন কাদের কথাবার্তা;
আমি বসে একা বৃষ্টি হলো কি হলোনা তার হিসেব নিয়ে,
হিসেবে নেই কোন গলদ।
তবুও,
তবুও অয়নীকাদের নিয়ে ভাবতে হবে
ভাবতে হবে বুদ্ধপূর্ণিমার রাতকে নিয়েও;
কিন্তু, ভাববো কি শুধু আমিই একা?
হ্যাঁ শুধু আমি, হ্যাঁ শুধু একা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন