নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

রুপা রায়




আজ কাল পরশু 
*************

আজ কাল পরশুর শব্দ মিছিল
চলছে যে তালে তালে ভাবনার ঝিল

কাল ছিলো সুখে ওরা আজকের মত
হিসেবের বোঝাপড়া সাথে ছিল যত

পথের বাঁকে ছিলো রাশি রাশি ভুল
সেই কাঁটা সরিয়ে আজ সুখের ফুল।

নদীর পাড় ছিলো নোঙরেতে বাঁধা
জীবনের গান হয় সাত সুরে সাধা।

সা রে গা মা পা ধা নি সা সপ্তক সুর
মন চায় ভালোবাসো হোক বহুদূর।

ভালোবেসে ঘর বাঁধে পরিযায়ী পাখি
বসন্ত ঠোঁটে নিয়ে করে ডাকাডাকি।

আজ কাল পরশুর একসাথে চলা
কবিতার কথা হোক ছন্দতে বলা।।

কোন মন্তব্য নেই: