জেগে আছি ...
*********
ও চাঁদ....
তুমি আজ জেগে থেকো,
মধ্যরাত কথা দিয়েছে জাগবে সেও।
নদীর পার ধরে আজ অনেক হেঁটেছে সূর্য,
গাছেদের সঙ্গে মেঘের কথা হয়েছে বিস্তর।
খরার সঙ্গে বৃষ্টির শর্ত হয়েছে, বাৎসরিক,
সবাই হাঁটবে একসঙ্গে, পাশাপাশি।
শুনছো....
শিশির ঝরছে,
বাতাসের চাদরে, ভিজে কুয়াশা
বারুদের গন্ধে জমাটি আসরে ডায়মন্ড স্পেডস,
আতসবাজির বুক চিরে বাজল গীর্জার ঘন্টা ধ্বনি,
ক্যালেন্ডারের বোতাম খুলছে আগামী।
আমি জেগে আছি এখনো....
তোমাকে গুছিয়ে রাখবো গোপনে,
ন্যাপথালিনের সুবাসে, স্মৃতির রোমন্থনে।
পুরাতনী বুকের উষ্ণ ওমেই, ডাকবো "নতুনে"।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন