আমি ও খরগোশ সমাচার
************************
(১)
অভ্যাসে আটকে রাখি নিজেকে
রাত্রি নেমে আসে খাঁচায়
চুপ থেকে ক্রমশ খরগোশ হয়ে উঠি।
(২)
একটু গন্ধ শোঁকা পা কিম্বা ঝুল পেটিকোট
লাফ দিয়ে ভালোবাসা আসে নরম স্পর্শে
আমি বৃদ্ধ হচ্ছি ক্রমশ!
(৩)
দোতলা খাঁচা আর দোতলা বাড়ির মধ্যে
সাদৃশ্য খুঁজতে খুঁজতে
নিজেকেই কখন বন্ধ করেছি কংক্রিটের ভিতরে!
(৪)
সন্ধে আসলে ঝুপ করে মনখারাপেরাও চলে আসে কখনো
সেও আমাকে মেখে অন্ধকার হয়ে থাকে সারারাত।
(৫)
কিছুটা আদিখ্যেতা কমে গেলে
নরম বিছানা আর ওয়্যার নেটের মধ্যে পার্থক্য দেখিনি--
কেবল কষ্টগুলো যুঝতে থাকে সময়ের সাথে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন