নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

শিপ্রা দে


হেমন্তিকা 
**********




শরতের শেষে গুটি গুটি পায়ে হেমন্তিকা আসে ।
কাশবন যখন মাথা উঁচু করে অসীম বীরত্বে হাসে।
আকাশে ,বাতাসে, বৃক্ষ, চরাচরে উদ্ভাসিত হেমন্তের রূপবিভা।
কোমল, স্নিগ্ধ, মায়াময় প্রকৃতি ভিন্ন মাত্রায়  পায় শোভা।
সোনা ঝরা রোদ্দুর নীল আকাশ ঘিরে আছড়ে পড়ে ।
শিউলির সুবাসিত গন্ধে মন মাতাল করে ।
উদাসীন,ধূসর পথিক হয়ে আলোছায়া বিচিত্র খেলা ।
নরম ঘাসের ডগায় শিশিরের বিন্দু, যেনো মুক্তোর মালা।
গভীর গহনে বিস্তৃত ছাতিম, তীব্র গন্ধ ছড়ায়।
অশোক, টগর, মালতী, কাঞ্চন ফোটে শাখায় শাখায় ।
শর্ষে ফুলে ঢাকা যেন, সোহাগী হলুদ চাদর।
মাঠে ফসলের উচ্ছাসে,কৃষানের হয় কদর ।
সোনালী ধানের মাঠে ফসলের ঘ্রাণ 
উঁকি মারে শীতের আভায় অগ্রহায়ণ।
পাতা ঝরার হেমন্তে বিবর্নতা, বিমূর্ত রূপ।
সমস্ত দিনের শেষে শিশিরের শব্দ অরূপ ।

কোন মন্তব্য নেই: