একটি সত্য প্রেমের কাব্য
***********************
আমি আজ পুরোটাই তার দখলে|
এ জবরদখল, ---আমাকে তার করে নিয়েছে|
আমি মুক্ত হতে পারিনি,
তার উলঙ্গ প্রেমে আমি আচ্ছন্ন |
তার ঠোঁটের পালিশে আমার ঠোঁট দুটি বেশ রঙ ধরেছে|
তার যৌবনের রস শেষ বিন্দু পর্যন্ত আমার করেছি|
এখনো তা জমে আছে হৃদয়ের কাছা-কাছি,
---মিছরির দানার মতো|
পৌষের সকালে তার একটু ছোয়া,চৈত্রের উষ্ণতা দিয়েছে|
ঘুম না আসা রাতে,সারা প্রহর একাত্ম হয়ে কাটিয়েছি|
তবু সংশয়, একদিন হয়ত চলে যাবে
সব কিছু ভুলে!
শুধু, থেকে যাবে কিছু জীবন্ত স্মৃতি,--কালো ঠোঁট, ফুসফুসে কালি আর খুক্ খুক্ খুক্ মগজ কাঁপানো ধ্বনি |
এ জবরদখল, ---আমাকে তার করে নিয়েছে|
আমি মুক্ত হতে পারিনি,
তার উলঙ্গ প্রেমে আমি আচ্ছন্ন |
তার ঠোঁটের পালিশে আমার ঠোঁট দুটি বেশ রঙ ধরেছে|
তার যৌবনের রস শেষ বিন্দু পর্যন্ত আমার করেছি|
এখনো তা জমে আছে হৃদয়ের কাছা-কাছি,
---মিছরির দানার মতো|
পৌষের সকালে তার একটু ছোয়া,চৈত্রের উষ্ণতা দিয়েছে|
ঘুম না আসা রাতে,সারা প্রহর একাত্ম হয়ে কাটিয়েছি|
তবু সংশয়, একদিন হয়ত চলে যাবে
সব কিছু ভুলে!
শুধু, থেকে যাবে কিছু জীবন্ত স্মৃতি,--কালো ঠোঁট, ফুসফুসে কালি আর খুক্ খুক্ খুক্ মগজ কাঁপানো ধ্বনি |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন