নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

ফিরে এসো

       ফিরে এসো

            ©অতনু নন্দী 

কতো বার ধ্বংস হয়েছি I কতো বার l তবু ফিরে এসেছি দেখ
সৃষ্টির জঠর হতে l

আগুনে পুড়েছি l
আবার ফিরে এসেছি l
বসতি গড়েছি l  ভালোবেসেছি l

উত্তাল ঝড়ের শেষে
প্রহর গুনেছি,
আশায় বুক বেঁধেছি l
মাছধরা নৌকাগুলো ঠিক ফিরে আসবে !

নদীর কূল ভাঙ্গতে দেখেছি I
ভেসে যায় পাড়া ,গ্রামের পর গ্রাম l
শবদেহ চারিপাশ,
হয়েছে শ্মশান  l
তবুও ফিরে এসেছি l বসতি গড়েছি l

শীর্ণকায় শিশুদের আর্তনাদ ,
আকাশ দাপায় বোমারু বিমান l
তবুও তোমার দেওয়া পাঞ্জাবীটা রেখেছি যত্নে , লাগতে দিইনি গায়ে এক ফোঁটা রক্তের দাগ l

ডুবে গেছে জমি l ভেসে গেছে ঘর বাড়ি l
ঘামে ভিজে গেছে শরীরের আলপথ l
আবার আবাদ করেছি l
মেঠো পথ বেয়ে তুলে এনেছি সোনালী ফসল l

পুড়ে যাওয়া রীতি নয়,তবুও যুদ্ধ পুড়িয়ে মারে l
শ্মশান ভূমি থেকেই আবার জন্ম নেয় নব প্রাণের উল্লাস l

তেমনি ভাঙনের খেলা শেষে জেগে ওঠে সৃষ্টির বীজ l

ঠিক এভাবেই একদিন ফিরে আসবে নীরেনবাবুর  কবিতার  সেই শীর্ণকায় ছেলেটি -

টেনে ছিঁড়ে ফেলবে গণতন্ত্রের পর্দা !
অট্টহাঁসিতে ফেটে পড়বে চারিপাশ l
প্রশ্ন ছুড়ে দেবে বিবস্ত্র গণতন্ত্রের মুখে l

কোন মন্তব্য নেই: