নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

কুহেলিকা

           কুহেলিকা


©জিৎ পাত্র

সেইদিন গোধুলির শেষে অস্তাগামী সূর্য দিগন্তের পারে অদৃশ্য হয়েছিল।
কিন্তু আগত প্রায় সন্ধ্যার প্রকালে পশ্চিমাকাশের অরুণাভা তখনও সম্পূর্ণ মুছে যাইনি।
ইতিমধ্যে অন্যপ্রান্তের নভোনীল শুক্লা ক্রয়োদশীর চন্দ্রোদয় হয়েছে।
হৃদয় সংলগ্ন যন্ত্রনার বীথিকার সরোবরে তার প্রতিবিম্ব
অল্প অল্প হিন্দোলিত হচ্ছে।
কামনার দ্বিতলে নিশ্চল হয়ে তা নিরক্ষীন করে এক
স্বপ্নবিলাসী ঈশ্বরীয় স্মৃতিময় উর্বশী ।
আকাশে নবোস্থিত চন্দ্রালোকের ম্লান আভায় তখনও
আসেনি জ্যোৎস্নার প্লাবন।
হৃদয়ের অন্তস্থঃতলে উঠেনি বহু অপেক্ষিত কামনার
স্তুপ্ত বাসনাময় জলোচ্ছ্বাস।
রমণীর মনের গহনে কি ব্যথিত কথা লুকিয়ে আছে
কেউ কি জানে ?
মনের অচিরে মৌনতা  করে গ্রাস, স্তব্ধতার পূর্ণত্ব কেড়ে নেই শেষ সম্বল অশ্রুজল।

কোন মন্তব্য নেই: