নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

হিসেব তবু রয়েই যায়

~** হিসেব তবু রয়েই যায় **~

              © মনিকান্ত সর      
==============================


হিসেবের বাইরেও কিছু হিসেব রয়ে যায়,
কয়েকটা হঠাৎই মিলতে চায়, তো--
বেশ কিছু গরমিলের খাতায় ।
বৃথা মেলানোর অভিপ্রায়...
শুধু সময় বয়ে যায় ।
পথের বাঁকে যে কথার শুরু..!
লাভ কী, তার ঠিকানা খুঁজে..?
অচেনা পথও চলতে চলতে চেনা হবে একদিন,
শুধু রয়ে যাবে, টুকরো কিছু স্মৃতি,
সময়ের ধারাপাতে, তাদেরও নেই স্থিতি।
নেভার আগে প্রদীপও জ্বলে ওঠে একবার,
ওষ্ঠাগত প্রাণ, সদা থাকে জলের খোঁজে,
চাঁদ তো লুকিয়েই থাকে, গোধূলির আড়ালে,
বৃথা সন্ধ্যা নামার অপেক্ষায়--
মুক্ত বিহঙ্গের দল নীড়ে ফিরে যায় ।
সময়ের চোরাবালিতে আটকে জীবন,
বুকের পাঁজরে স্পষ্ট ক্ষতের দাগ,
অপ্রাপ্তির অপেক্ষাগুলো হিসেব খোঁজে রোজ,
শুধু সময় বয়ে যায়.......
হিসেব তবু রয়েই যায় ।।

কোন মন্তব্য নেই: