নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

শোধন




               শোধন


©কাজরী বসু



ভুল হয়েছে ভাবতে গিয়ে সংশোধনে যেই 
ভুলেই তখন মুক্তো,মণি, ভোরের শিশিরজল
সাতসকালে ঝিলিক দিল রোদের প্রাচুর্যেই
স্বচ্ছতোয়া ঢেউ জেগেছে তুমুল,ছলাৎছল।
এমন কোনো ভুল কি থাকে, এমন কোনো খাদ,
পথের বাঁকে আলোর প্রবেশ অনুপ্রবেশ তার!
ভুলের উপর খবরদারির বিবাদ বিসম্বাদ
লক্ষ্যমাত্রা প্রতিষ্ঠাতে উদগ্র ছারখার!
নিরুত্তরের সম্ভাবনায় জিজ্ঞাসা নয়ছয়।
কৃষ্ণরাতের সফরসূচীর শেষ যখনই ভোর,
একটু করে পদক্ষেপে মিটল না সংশয়!
একটু করে অশক্ত হাত পাচ্ছে যখন জোর!
ডালিম খোসার মতোই যখন ছাড়িয়ে ফেলি ভুল
দানায় দানায় উদ্ভাসিত  সহস্র নির্ভুল!


1 টি মন্তব্য:

THE ROY বলেছেন...

প্রতিটি লাইনে যেমন গাভিরের শব্দ দিয়ে সাজানো ,ঠিক তেমনি দূর্দান্ত উপস্থাপন ও চিত্রণে সিদ্ধহস্ত । মন ছুঁয়ে গেল যত বড় পড়ছি তত বারই ।