নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

শরৎ মানেই

               শরৎ মানেই

         ©   মনিকান্ত সর


শরৎ মানেই কাশের বন, একটু হিমেল হাওয়া,
শরৎ মানেই শারদীয়া, মায়ের কাছে যাওয়া ।
শরৎ মানেই শিউলি ফুল, বিছিয়ে গাছের তলা,
শরৎ মানেই স্নিগ্ধ শিশির, শ্রান্ত ভোরের বেলা।
শরৎ মানেই মহালয়া, পুজোর ডাকে সাড়া,
শরৎ মানেই ঢাকে কাঠি, ব্যস্ত এখন পাড়া ।
শরৎ মানেই শুভ্র নীলাকাশ, মেঘেদের ভেসে চলা,
শরৎ মানেই অভিমানগুলো, একটু লুকিয়ে ফেলা।
শরৎ মানেই খুশির রেশ, মা আসছেন বাড়ি,
শরৎ মানেই নিম্নচাপ, তবু বৃষ্টির সাথে আড়ি ।
শরৎ মানেই দেদার মজা, আপনেরা থাকে সাথেই,
শরৎ মানেই একটি বছর, শুধু কাটে অপেক্ষাতেই ।।

কোন মন্তব্য নেই: