~*****আমার দুর্গা হাসবে এবার****~
©সুমনা বসু
আমার দুর্গা বাসন মাজে
এবার খুশি বোনাস পেয়ে--
পূজোয় যে তার নতুন শাড়ি
দুর্গা ঠাকুর দেখবে চেয়ে ।
আমার দুর্গা অল্পে খুশি
ডাল ভাতে তার মুখে হাসি--
নাইবা পেলো দামী আহার
তৃপ্তিতে খায় পান্তা বাসি ।
আমার দুর্গা কাজ করে খায়
শীর্ণ হাতের শিরা দেখা যায়---
অতি কষ্টে মাস যে চালায়
কাজ করে আর কটাকা পায় ?
আমার দুর্গা সাজেনা আর
মলিন বস্ত্র পরনে তার--
নতুন শাড়ি পরবে এবার
কাটুক ভালো পূজো সবার ।
1 টি মন্তব্য:
দূর্দান্ত শব্দের বুননের সাথে সাথে দূর্দান্ত উপস্থাপন ।
একটি মন্তব্য পোস্ট করুন