অবিনাশ কবিরাজ স্ট্রিট
*********************
সেটা পৃথিবীরই রাস্তা ,অবিনাশ কবিরাজ স্ট্রিট ।
ত্রিফলা বাতি যখন খুব একা,সে রাস্তা তখন সরব ।
রাস্তার ওপারে পদবীহীন কিছু কোয়ার্টার দাঁড়িয়ে ।
আর অন্দরমহলে পদবীহীন কিছু নারী
কোথাও একা , কোথাও নিঃসঙ্গ ।
ওরা কারা ?
ওরা আম্রপালির অস্তিত্ব ।
ইতিহাস ভোলেনি সেদিনের সমাজ
আবারও কিছু বিবর্তন ,হয়তো অপেক্ষায় ।
ওদের কোনো বোধন নেই
তবু বিসর্জনের কান্নাটা ওঠে মাঝে মাঝে ।
তবে ওদের মাটিতেই আমাদের কাঠামো পূর্ণ।
ওরা কারা ?
ওরা অবিনাশ কবিরাজ স্ট্রিটের বাসিন্দা .........
ত্রিফলা বাতি যখন খুব একা,সে রাস্তা তখন সরব ।
রাস্তার ওপারে পদবীহীন কিছু কোয়ার্টার দাঁড়িয়ে ।
আর অন্দরমহলে পদবীহীন কিছু নারী
কোথাও একা , কোথাও নিঃসঙ্গ ।
ওরা কারা ?
ওরা আম্রপালির অস্তিত্ব ।
ইতিহাস ভোলেনি সেদিনের সমাজ
আবারও কিছু বিবর্তন ,হয়তো অপেক্ষায় ।
ওদের কোনো বোধন নেই
তবু বিসর্জনের কান্নাটা ওঠে মাঝে মাঝে ।
তবে ওদের মাটিতেই আমাদের কাঠামো পূর্ণ।
ওরা কারা ?
ওরা অবিনাশ কবিরাজ স্ট্রিটের বাসিন্দা .........