অন্তঃসলিলা ফল্গুধারায় তোমার স্নেহের পদ্ম রেনু ত্যাগের মহিমায় অপার
আধুনিকতার বিষ গতিশীলতায় যখন মাঠ ঘাট ফুসফুস ক্ষয়ে ক্ষয়ে যায়
তখনই তো তোমার"" ভিনি ভিডি ভিসি"" নবদ্বীপের চৈতন্যময় প্রেমের অভিসার ।
হেনেছি কুঠার ।প্রবাহমান কালে বিজ্ঞানের অট্টহাস্য উদ্ধত জয়জয়কার !
সমুদ্র মন্থনের সব গরল শুষে নিয়ে সব সময় তো নীলকন্ঠ হয়ে যাও
প্রাণীর প্রাণ সত্তাকে শাশ্বত করার অঙ্গীকারে কত সহজেই নিজের হাতটি বাড়িয়ে দাও
কার্বন মনোক্সাইড ও থোরিয়াম বিষবাষ্পের আঘাতে যখন পার্থিব ও প্রাণ সঞ্চার বিঘ্নিত হয়
তখনই তো পরিবেশের উপাদানে ভারসাম্য এনে ধীরে ধীরে বাস্তুতন্ত্রের উপকরণ সাজাও
পাখিদের নীড় শান্তির কুজন মাধবীলতা আর কনক মঞ্জুরী
গুন গুন করে যমুনার নৃপশাখে বারবার বলে উঠ আমি তোমার ই, আমি তোমাদের ই!
প্রেমের ও প্রানের কত লাবণ্য রেখাএঁকে এঁকে যাও
গোদাবরী আমাজন কঙ্গোর তীরে
মধুকর ও মাধুকরীর বনজ্যোৎস্নায় হিমেল হাওয়া উত্তল হয় বাণী গরান শাল পাইনের সমীরে
বাতায়ন খুলে দাও , নদীর তীরে পথঘাট প্রান্তরে ,শাশ্বত প্রাণের আহব্বানে, অমরাবতী এঁকে।
কোয়েলিয়ার গান ,শ্যাম বাঁশরীর গুনগুন সুর ,সবুজ শ্যামলিমায় জেগে উঠুক, পত্র মঞ্জরীর পল্লবীত সুখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন