দুই এ মিলে এক...
#পাহাড়
মাটির উপর জমছে মাটি,
বাড়ছে ক্রমে আঘাত স্তূপ।
পাহাড়, বলে আমরা জানি–
নরম মাটির কঠিন রূপ।
#নদী
গভীরে খুব নরম মাটি,
কোমলতা ভীষণ স্পষ্ট।
নদী, যেন মায়ের মতই–
সইতে পারে সকল কষ্ট।
#পুরুষ–#নারী
সৃষ্টির দুই ভিন্ন মেরু,
কেন্দ্রে তবু মিলবে গতি।
পুরুষ যদি অটল পাহাড়-
নারী তবে কোমল নদী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন