অন্তর্বর্তীকালীন...
ঝুপ করে নেমে আসা বসন্তের সন্ধ্যেয় ঝরে পড়ে কোনো মায়াবী গন্ধ! তোর বুকের ছাদে উঁকি দিয়ে দাঁড়াই ক্লান্ত আমি; চুল খুলে দিই। বিপদ বাড়তে থাকে, তুই ঠোঁট এগিয়ে না দেওয়া পর্যন্ত। বাইরে বিধ্বস্ত রাষ্ট্র জ্বলছে প্রতিকূল হাওয়ায়। বুলেটে বুনে দেওয়া তাত্ত্বিক উপত্যকায় গোলাপ বাগান চোখে পড়ছেনা দূরবীনেও।
তুই জামার বোতাম খুলে রেখেছিস আজ অজান্তেই।আমি ভালোবাসার স্পর্ধায় তাকিয়ে থাকি অনেকক্ষণ। তোর দেওয়া নাম ধরে ডাকতেই পরিচিত হাসি ছড়িয়ে পড়লো আমার আনাচেকানাচে। তোর চশমার ওপার থেকেও একই রকম আলো। আর প্রত্যেকবার এভাবেই ফোনের স্ক্রিনে ভিডিও কলে কয়েক'শ কিলোমিটার দূর থেকেও তুই আমায়ে ছুঁয়ে ফেলিস অবলীলায়। আমি মুখ নীচু করে ফেলি লজ্জায়। তুই এগিয়ে এসে কপালে এঁকে দিস চুমু। অপটিকাল ফাইবারের ডিজিটাইজড পৃথিবীতেও সে স্পর্শ আমাকে ছুঁয়ে ফেলে ঠিক কোন অদৃশ্য সূক্ষ্ম তরঙ্গে। বিজ্ঞান কোনোদিন কি তাকেই "ভালোবাসা" নামে ব্যাখা দেবে!?..হয়ত বা। জাগতিক কিলোমিটারের হিসেব পেরিয়েও আমাদের মাঝে ঠিক কোনো দূরত্ব থাকেনা আর।তুই আমাকে স্পর্শ করিস, আমি তোকে আদর। তুই আমার চুল সরিয়ে দিস ব্যক্তিগত মুহুর্তে, আমি তোর বুকে মুখ! তুই আমার কোলে শুতে চাস ব্যস্ত দিনান্তে, আমি অভিমান করে তোর চোখে চোখ।
ভেবে দেখেছিস,যে পৃথিবীতে তুই আর আমি আস্ত একটা জড়পদার্থ ফোনের দু'প্রান্তে থেকেও ভালোবেসে ফেলছি দূরত্ব সরিয়ে ! সে পৃথিবীতেই, "ধর্ম", " বর্ণ", "জাত" আরোও কত কি নামের কিছু অদৃশ্য অন্তর্বর্তী বস্তু দিয়ে একে অপরকে আলোকবর্ষ দূরত্বে সরিয়ে দিচ্ছে কত্ত মানুষ!.... অদ্ভুত, তাই না?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন