নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

শব্দ জব্দ (২) : আজকের শব্দ " কথা"





শব্দ জব্দ : শব্দ জব্দ শুনলেই একটা লেখা মনে পড়ে যায় শব্দ নিয়ে যার শব্দ যাদু যার লেখায় 

"শব্দ কল্প দ্রুম



সুকুমার রায়


ঠাস ঠাস দ্রুম দ্রাম, শুনে লাগে খটকা-
ফুল ফোটে? তাই বল। আমি ভাবি পটকা!
শাঁই শাঁই পনপন, ভয়ে কান বন্ধ-
ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ?
হুড়মুড় ধুপধাপ- ওকি শুনি ভাই রে!
দেখছ্ না হিম পড়ে- যেও নাকো বাইরে।
চুপচুপ ঐ শোন! ঝুপঝাপ ঝ-পাস!
চাঁদ বুঝি ডুবে গেল?গব গব গবা-স।
খ্যাঁশ খ্যাঁশ ঘ্যাঁচ ঘ্যাঁচ, রাত কাটে ওই রে!
দুড় দাড় চুরমার - ঘুম ভাঙে কইরে!
ঘরঘর ভন ভন ঘোরে কত চিন্তা!
কত মন নাচে শোন - ধেই ধেই ধিনতা!
ঠুং ঠাং ঢং ঢং, কত ব্যথা বাজে রে-
ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে!
হৈ হৈ মার মার 'বাপ বাপ' চিৎকার -
মালকোঁচা মারে বুঝি.? সরে পড়, এইবার।"



তাই শব্দ নিয়ে কিছু কাজ করার চেষ্টায় আমাদের একটু শব্দ খোঁজার চেষ্টা ।

আজকের শব্দ  "কথা" 

কথা নিয়ে যারা লিখলেন 

"স্পর্শ কর মন ছুঁয়ে দেখো 
শিশির ভেজা ধান ,
এমনিই প্রাণ পাবে কথারা সব
এতো শব্দের আয়োজন বৃথাই আমার।"

        -  বর্ণা দত্ত

"হৃদয়ের চোরাকুঠুরিতে জমে আছে  নানা কথা 
বলি বলি করে বলা হয়  না তো 
জমে আছে হৃদয়ে সে ব্যাথা 
থেকে থেকে হায় 
চোখ ভরে যাই,  বেড়ে ওঠে ব্যাথা টুকু 
দীর্ঘনিঃশ্বাসের ছাতায়।"

          - মান্নুজা খাতুন

"অনেক অপ্রিয় কথা যা সত্যও হয়,
অনেক সত্য সবসময় প্রিয় হয় না।
বাস্তবতার ভিড়ে অহেতুক কথাও গল্প বানায়,
সত্যি মিথ্যের আমদানি রপ্তানিতে মজেছে জমানা।"

            - সুনন্দ মন্ডল


"ঠোঁট ঠোঁট রেখে বুনে চলি কথা 
নীরবতার ভাষা সহজ নয় বোঝা।
কথার ভীড়ে হারিয়ে গেছে সবাই একলা একা,
কথার মুখোশ চাপিয়ে নিয়েই ঘরের পথে ফেরা।"

            - অরূপ সরকার


"
কথার কথায় সময় কাটে
কাটে কথার ভালো লাগার ঘোর...
তোর দেওয়া সেই ইচ্ছেডানায়
কথা পায়না উড়ান দেওয়ার জোর।"

          - মৌসুমী রায়

" কথার উপর বৃষ্টি পড়ে নৌকো আসে ঘাটে,
মুঠোর মাঝে গল্প উড়ে কান্না বিকোয় হাটে।
শহর জুড়ে জীবন পুড়ে ধূলোয় মাখা চিমনি,
তোমার কাছে চাইতে গিয়ে দাঁড়াই ঘুরে এমনি।"

               -  অরুণাভ নিয়োগী




"চোখে চোখে আর কতো দেখা হবে
প্রিয়তম লাজুকলতা
আর দেখা নয়, আজ ছুঁয়ে তোমাকে
বলবো মনের কথা।"

          -শাহীন রায়হান

"কঠিন কথা সহজ করে বলতে সহজ কথা জটিল হয়ে যায়..."

          -অনিমূল ইসলাম

"কথার পরেও কথা থাকে 
কথায় কথায় কথা বাড়ে
সঠিক কথা অনেক সময় 
হারায় নানান কথার ভারে"

   - মোঃ গোলাম মোস্তফা লিটু

"জমে থাকে কথা প্রকাশিত শব্দ রূপে,
পুড়েছিলো রক্তিম পলাশ বিষাক্ত 'ধুপে'।"
          
        - রৌনক হাজরা 


"সজীব বলে অনর্গল
জড়ের কথা মনে,
প্রকৃতি বলে সবার কথা
ক'জন তা শোনে!"
        
     -বৈশালী ব্যানার্জী 


কথা : ফুরিয়ে যেতেই অভিমান  জালিওয়ালবাদ 

        - জ্যোতির্ময়

কোন মন্তব্য নেই: